শহিদুল ইসলাম
প্রধান শিক্ষক
আমি শহিদুল ইসলাম, পিতা: মৃত- জয়নাল আবেদীন. মাতা: সাহেরা বেগম, গ্রাম: ইন্দারজানী, পো: ইন্দার জানী, উপজেলা : সখিপুর, জেলা: টাংগাইল। আমার জন্ম তারিখ 16/01/1979 খ্রিঃ।আমার ঢনঢনিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় টাংগাইল জেলার সখিপুর উপজেলাধীন 01 নং কাকড়াজান ইউনিয়নের ঢনঢনিয়া মৌজার ছোটচওনা গ্রামে শাল গজারির পাহাড়িয়া অঞ্চলে এক মনোমুগ্ধকর পরিবেশে 2.00 একর জমির উপর 01/01/1998 সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মরহুম আবুল কালাম আজাদ। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পিতা: মৃত- জয়নাল আবেদীন, গ্রাম+পোঃ ইন্দার জানী, থানাঃ সখিপুর। (1) মরহুম আবুল কালাম আজাদ. (2) জনাব মোঃ বাছেদ মিয়া (3) জনাব মোঃ সেলিম রেজা ওনারা তিন ভাই মিলে 150 শতাংশ জমি দান করেন। তাছাড়া, মরহুম শাহজাহান মিয়া, শহর ভানু, হারেজ সিকদার এবং ইনফাজ আলী 50 শতাংশ জমি দান করেন। মোট 200 শতাংশ জমি। ঢনঢনিয়া তথা ছোটচওনা গ্রামের সকল জনসাধারনের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে 20 জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। 2023 ইং হিসাব অনুযায়ী 771 জন শিক্ষার্থী অধ্যায়ন অবস্থায় আছে। শিক্ষার মান সন্তোষজনক। জে এস সি / এস এস সি পরীক্ষায় প্রতি বছর টেল্টেপুলসহ সাধারন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রতি বছর 10/12 জন। শিক্ষাবোর্ড পরীক্ষার ফলাফল পাশের হার 90% নিচে আসে নাই। আশা করি আগামীতে সকল পরীক্ষার পাশের হার 100% উন্নতি হবে। বিদ্যালয়টি অবকাঠামোর উন্নয়ন তেমন করতে পারিনি। আশা করছি আগামীতে শিক্ষারমান উন্নয়নে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উক্ত বিদ্যালয় এর পাকা ভবন নির্মানে ব্যবস্থা করবেন। আমার বিদ্যালয়ে সুন্দর খেলার মাঠ রয়েছে। 2022 সালে উপজেলায় রানার্স আপ 2023 সালে উপজেলায় চ্যাম্পিয়ন হয়। এবং এই সালেই উপজেলায় চ্যাম্পিয়ণ হয়ে জেলা পর্যায়ে অংশ গ্রহন করেছে। লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষার সকল কার্যক্রম উক্ত বিদ্যালয়টিতে চালু আছে। যেমন গার্ড গাইড স্কাউট, রোবার, ফুটবল ছেলে, ফুটবল মেয়ে, কাবাডি, বির্তক প্রতিযোগিতা শ্রেনী ভিত্তিক, হাডুডু, ক্রিকেট, বাস্কেট বল, হকি, সাতার প্রতিযোগিতা সহ অন্যান্য সকল প্রতিযোগিতা উক্ত বিদ্যালয়টিতে নিয়মিত পরিচালনা করে থাকি। শিক্ষার মান উন্নয়নে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কর্তৃক প্রনীত নীতিমালা মেনে চলার কার্যকর ভমিকা পালন করি। সকল দিবস যথাযোগ্য মর্যা দা সহিত পালন করি। অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, পিটিএ মিটিং নিয়মিত করি। ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করি। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং বিষয়ে আমার বিদ্যালয়টি 100% স্বত: স্ফর্ত থাকি এবং মনিটরিং করি। শিক্ষক কর্মচারী নিয়ে নিয়মিত স্টাপ মিটিং করে বিভিন্ন সমস্যার সমাধানে আমি দ্রুত পদক্ষেপ নেই। প্রতি মাসে ম্যানেজিং কমিটির মিটিং করে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান কল্পে আলোচনা করি। শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে নিয়মিত শ্রেনী কক্ষ পরিদর্শন করি। শিক্ষকদের বিষয় ভিত্তিক শ্রেণী কার্যক্রমের উপর কর্মশালা ন্যায় প্রশিক্ষণ নেই। বাৎসরিক পাঠ পরিকল্পনা করে শিক্ষার মান উন্নয়নে বৎসরের শুরুতেই কার্যক্রম পরিচালনা করি। বাৎসরিক আয়ব্যয় বাজেট প্রণয়ন করি। পরিস্কার পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রতিদিন সম্পুর্ণ বিদ্যালয় এবং মাঠসহ পরিদর্শন করি। এলাকার সর্বস্তরের জন সাধারনের সমন্ময়ে বিদ্যালয়টি পরিচালনার জন্য সাহায্য ও সহযোগিতার কামনায় সব সময় চেষ্টা করি।